আজ 1 পয়লা সেপ্টেম্বর সোমবার আনুমানিক সকালের দিকে। বীরভূম জেলার মুরারই 1 ব্লক সভাকক্ষে মুরারই এ নবী দিবস উৎসব নিয়ে বিশেষ বৈঠক করা হল। আলোচনা করা হয় আসন্ন নবী দিবস উৎসব যাতে ভালোভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করা হয় সেইসব বিষয়ে। উপস্থিত ছিলেন মুরারই 1 ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, মুরারই 1 পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা,মুরারই থানার IC সামসের আলী,বিশিষ্ট সমাজসেবী রা,ও এলাকার ইমাম রা।