হাড়োয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের সমষপুর চরকডাঙ্গা এস এস কে স্কুলে ৭৬ ও ৭৭ নম্বর বুথে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত। এদিন আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন মিনাখাঁ বিধানসভার বিধায়ক ঊষা রানী মন্ডল, জেলা পরিষদের পরিষদিয় নেতা মৃত্যুঞ্জয় মন্ডল। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা।