বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার প্রায় ৩ টে নাগাদ বাঘমুন্ডি থানার পেড়েতোরাং গ্রামে ঘটনাটি ঘটেছে। এদিন ধান চাষের কাজ করতে গিয়ে পেড়েতোরাং গ্রামের বাসিন্দা এক মহিলার উপর বাজ পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃতের নাম বিজলি বালা মাহাতো বয়স ৩৭। ঘটনায় শোকের ছায়া গ্রামে।