সোমবার দুপুরে তারাপীঠ মায়ের মন্দিরে পূজো দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।তারাপীঠে পুজো শেষে তিনি ঘোষণা করেন, বীরভূম জেলায় অগ্নি নিরাপত্তা জোরদার করতে আরও চারটি নতুন দমকল কেন্দ্র গড়ে তুলবে রাজ্য সরকার। মন্ত্রী জানান, ইতিমধ্যেই নলহাটি, লাভপুর ও তারাপীঠে দমকল কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ও প্ল্যান এস্টিমেট পাঠানো হয়েছে। মুরারইতে জমি সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও খুব শীঘ্রই সেই সমস্যার সমাধান করে সেখানেও দমকল কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে।