উত্তর দিনাজপুর জেলা জুড়ে মোবাইল চুরির ঘটনায় ঝাড়খন্ড যোগ। দুইটি চোরাই স্মার্ট ফোন সহ ঝাড়খন্ডের নাগরিক কে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিস। শুক্রবার সকালে হেমতাবাদ শ্মশান এলাকা থেকে ধৃত যুবকের নাম আকাশ কুমার মন্ডল (২২)। বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জে। শুক্রবার দুপুরে ধৃতকে ৭ দিনের পুলিসি হেফাজত চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিস। জানা গিয়েছে এই যুবকের সাথে আরো দুই ভিন রাজ্যের বাসিন্দা ছিল। পুলিস দেখে পালিয়ে যায় তারা।