ঝালদায় সেতুতে ধস, বিধায়কের উদ্যোগে শীঘ্রই সংস্কার শুরু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিদর্শনে বিধায়ক | ঝালদা থানার হেঁশাহতু গ্রাম পঞ্চায়েতের গড়িয়া–পাটুব রাস্তায় অবস্থিত পাটুব বা গড়িয়া সেতুর এক পাশ টানা প্রবল বর্ষণে ধসে পড়ে। এর ফলে ঝাড়খণ্ডের সঙ্গে ঝালদার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি পাটুব, বকদ সহ একাধিক গ্রামের সঙ্গে ঝালদা ও ব্রজপুরের সংযোগও বন্ধ হয়ে যায়। রবিবার সকাল দশটা নাগাদ জানা যায় সমস্যার খবর পেয়ে তৃণমূলের বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ঘটনাস