বৃহস্পতিবার বিকেল পাচটা নাগাদ মেটেলির সামসিং থেকে বাইকে চেপে নাগরাকাটায় করম পুজো দেখতে নন্দুমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর আহত হল এক যুবক। পুলিস সুত্রেই জানা গিয়েছে ঐ যুবকের নাম জয়দীপ ওরাও। বয়স ৩০।বাড়ি সামসিং চাবাগানে। আহত যুবককে উদ্ধার করে পুলিস সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মালসুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।