বিগত বছরের ন্যায় এবছরও শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে নবদ্বীপ শহরের অন্যতম শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যবাহী মা পোড়ামা মন্দির সহ বিভিন্ন এলাকায় তারা মায়ের পুজোয় মেতে উঠলেন ভক্তরা,ব্যতিক্রম নয় মা পোড়ামা মন্দির, কৌশিকী অমাবস্যা উপলক্ষে এদিন সকাল থেকেই চৈতন্য ভূমি নবদ্বীপের পাশাপাশি পার্শবর্তী পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজো দিতে ছুটে আসেন মা পোড়ামা মন্দিরে,সংসার ও জগতের মঙ্গল কামনায় মা পোড়ামা মন্দিরে পুজো দেন দূর দূরান্ত থেকে আসা ভক্তগণ।