মালদহের চাঁচল রাজবাড়ির পুজো যা পাহাড়পুরের চন্ডীমণ্ডপের পুজো নামে পরিচিত।শুধু রাজকীয় আড়ম্বরে নয়, আধ্যাত্মিক ঐতিহ্যেও অনন্য। প্রায় ৩৫০ বছরের পুরনো এই পূজো আজও একই ভক্তি ও নিষ্ঠায় পালিত হয়। আজ অষ্টমী তিথি, অষ্টমীর সকাল থেকেই অঞ্জলি দিতে ভিড় পাহাড়পুর চন্ডি মন্ডপে।