মঙ্গলবার রাত আনুমানিক ৮-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর গেটে একটি বিশাল ট্যাঙ্কার ট্রাক আটকে যায়। ট্রাক টি আকারে বড় হওয়ায় রেল গেট পাড় করার আগেই আটকে যাওয়ায় জি টি রোডে ব্যাপক যানজট হয়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় ট্যাঙ্কার ট্রাকটি গেট পাড় হয় ও যানজট মুক্ত হয় বলে জানা যায়।