এগরা এক ব্লকের বরদা গ্রামে প্রাণিসম্পদ দপ্তরের দেওয়া ছাগল বন্টন নিয়ে সহায়িকা দলের গ্রুপের মহিলাদের মধ্যে ব্যাপক মারপিট উত্তেজনা ছড়ায় |অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের মদতে দলের মধুমিতা নামে এক মহিলা দশটি ছাগল বাচ্চা আত্মসাৎ করেন |তা নিয়ে দলের অন্যান্য মহিলারা প্রতিবাদ করলে তাদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ |এই হামলায় রেনুকা মালি নামে এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে জখম হয়ে এগরা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন |