শুক্রবার বিকেল সাড়ে তিনটায় তৃতীয় দফার উদ্বোধনীতে রায়গঞ্জের অরবিন্দ পোর্টিং ক্লাবের ৭০তম বর্ষের দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, পুলিশ সুপার সানা আক্তারসহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। উদ্বোধন শেষে জেলা শাসক জানান, এদিন মুখ্যমন্ত্রী জেলায় মোট আটটি পুজো উদ্বোধন করেছেন।