মঙ্গলবার খোয়ারডাঙায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হল। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, জেলা সহ-সভাপতি ধীরেশচন্দ্র রায়, কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা সহ অন্যান্য নেতৃত্ব। প্রথমে এলাকায় মিছিল করা হয়। এরপর করা হয় পথসভা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষীদের বিরুদ্ধে এবং বাংলা ভাষা রক্ষার স্বার্থে এদিন ওই মিছিল ও পথসভা করা হয়েছে।