মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর, ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ হাড়োয়া এলাকায়।পরিবার সূত্রে জানা ১৬ বছরের ওই কিশোরী বাড়িতে মোবাইল ফোন কিনে দেয়ার জন্য বায়না করে, কিন্তু পরিবারের লোকজন মোবাইল না কিনে দেওয়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে,তারপর পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তর করেন।