শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত এলাকায় MSY এর অন্তর্গত বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মধ্যে মৎস্য সামগ্রী এবং অর্থরাশি প্রদান করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ, যুবারাজনগর আরডি ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা সহ অন্যান্যরা।