সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম ছানি মুর্মু(৩৫)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার কুরাহারে৷ অষ্টমীর সকালে মাঠে ছাগল বাঁধতে গেলে সাপে কামড় দেয়। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার পুলিশ দেহটি ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে।