গত চারদিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের পচাগলা মৃতদেহ গরুবাথান থানার চেল নদীর ধার থেকে উদ্ধার হল। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম হিমাল রাই (বয়স আনুমানিক ৩৩), তিনি আপার ফাগু মুন্সী লাইন এলাকার বাসিন্দা ছিলেন। গত ২২ আগস্ট রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন ২৩ আগস্ট তার পরিবার গরুবাথান থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করে। এদিন চেল নদীর পাড়ে একটি পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।