নৌকাতে পিকনিক করতে গিয়ে ঘটলো বিপত্তি, জেনেটারের ফিতায় জড়িয়ে আহত এক ব্যক্তি রেফার মালদা হাসপাতাল ঘটনাটি ঘটেছে বুধবার রাজবার এলাকায় জানা গেছে কয়েক জন বন্ধু মিলে নৌকাতে পিকনিক করতে যায় হঠাৎ নৌকার জেনেটারে এক ব্যক্তির পা জড়িয়ে গুরুতরো আহত হন অন্যান্য বন্ধুরা রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর মালদা হাসপাতালে রেফার করেন চিকিৎসা