প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রয়াণে আজ শুক্রবার হাইলাকান্দিতে শহরবাসীরা সম্মিলিত হয়ে শহীদ বেদী প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আর প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন শোকাহতরা। এতে উপস্থিত ছিলেন শহরের নবীন প্রবীন নাগরিকেরা আর পৌরপতি মানব চক্রবর্তী, সমাজকর্মী শংকর চৌধুরী সহ বিশিষ্টরা। এতে রাত আটটা নাগাদ অংশ গ্রহণ করেন বিভিন্ন সংগঠনের কার্য্যকর্তারা।