পড়ুয়াদের মধ্যে ইতিহাসের প্রতি ভয় দূর করে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষ ‘ইতিহাস অভিক্ষা’ পরীক্ষা। উত্তর দিনাজপুর হিস্টরিকাল সোসাইটির উদ্যোগে রবিবার জেলার আটটি সেন্টারে প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। সাধারণ ইতিহাসের পাশাপাশি জেলার ইতিহাস নিয়েও প্রশ্ন থাকে পরীক্ষায়। সংস্থার সম্পাদক সোমনাথ সিং জানান, ইতিহাসকে ভালোবেসে পড়তে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন, এবং পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের পুরস্কৃত করা হবে।