বুধবার সকালে জয়পুরের রাজা রঘুনন্দন পল্লীর বাসিন্দা শশাঙ্ক কাঞ্জিলাল হনুমানের কামড়ে গুরুতর জখম হন। স্থানীয় সূত্রে খবর, সকালবেলায় বাড়ির সামনে বসেছিলেন বছর বিরাশির বৃদ্ধ শশাঙ্কবাবু। তখনই আচমকা একটি হনুমান এসে তাঁর পায়ে কামড় বসায়।বৃদ্ধ কে দেখতে তার বাড়িতে বিশিষ্ট সমাজসেবী।