চাম্পাহাওর থানাধীন তুলাশিখর রাজনগর এলাকায় একটি বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। আহত বাইক আরোহীকে তুলাশিখর হাসপাতালে নিয়ে যায়।তুলাশিখর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে ডাক্তার দেখে মৃত্যু বলে ঘোষণা করে। এই মৃতদেহকে খোয়াই জেলা হাসপাতালে মর্গে পাঠানো হলো আজ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।