অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কবরস্থানের প্রাচীর তৈরির কাজ করা হচ্ছে। আর এই কাজ সঠিক না করার অভিযোগ তুলে রামসিমুল গ্রামের বাসিন্দারা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভের শামিল হলেন। বালি সিমেন্ট পাথর সমস্ত কিছুতেই দুর্নীতি আর যেগুলো সমস্তটাই নিম্নমানের বলে অভিযোগ গ্রামবাসীর। এমএসডিপি ফান্ড থেকে প্রায় ৫৩ লক্ষ টাকা বরাদ্দে এই কবরস্থানের প্রাচীন নির্মাণের কাজ করা হচ্ছে। আর সেই কাজের নামে দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করলো গ্রামবাসী। সঠিকভাবে কাজ করার দাবি।