নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের বড় সাফল্য। মোর বাজার এলাকা থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের নাম সুকুমার সূত্রধর, শিলিগুড়ির শান্তিপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, শনিবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।