গঙ্গারামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় প্রায় ২০০ মিটার কংক্রিটের রাস্তার উদ্বোধন করলেন পুরপ্রধান প্রশান্ত মিত্র। বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ নাগাদ ফিতে কেটে নতুন রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।দীর্ঘদিন ধরেই বড়বাজার জল ট্যাঙ্কি মোড় থেকে সাহাপাড়া পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে ছিল। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবং আসন্ন দুর্গোৎসবের আগে মানুষের যাতায়াতে সুবিধা করে দিতে দ্রুতগতিতে রাস্তার কাজ সম্পন্ন করা হয়।