শনিবার ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ির নতুন বাজারে বিজেপির পথসভা হল। পথসভায় ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, দলের জেলা সভাপতি মিঠু দাস সহ অন্যরা। আগামী বছরের বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে পথসভাটি করা হয়েছে। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনায় সরব হন বিজেপির সাংসদ, বিধায়ক সহ অন্যরা।