বারাবানী থানা পুলিশের উদ্যোগে ২০জনকে চক্ষু অপারেশনের জন্য নিয়ে যাওয়া হলো কলকাতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ১৪ বছর পূর্তি উপলক্ষে বারাবনি থানার পক্ষ থেকে গত 7 ই সেপ্টেম্বর চক্ষু পরীক্ষার শিবির আয়োজন করা হয়েছিল কলকাতার সংকর নেত্রালয় সাহযোগিটায়। এরপর ২০জনকে চিহ্নিত করা হয়েছিল চোখের ছানি অপারেশনের জন্য আজ সকাল ৯টায় তাদের ২০জনকে বারাবানী থানা পুলিশের উদ্যোগে নিয়ে যাওয়া হল শংকর নেত্রালয় কলকাতায় সঙ্গে ২জন পুলিশ কর্মী যায়। আগামী কাল বিকালে তারা