জোড়া ওভারব্রিজ পেতে চলেছে বেলদাবাসী। ২৪ নম্বর কেশিয়াড়ি মোড় রেলওয়ে লেভেল ক্রসিংয়ের উপর আগেই অনুমোদন মিলেছিল এই ওভারব্রিজের। এবার ২৬ নম্বর শুশিন্দা রেলগেটের উপরে হতে চলেছে আরও এক ওভারব্রিজ। রেলের তরফ থেকে মিলেছে সেই অনুমোদন। ৪ ই সেপ্টেম্বর অর্থাৎ আজ সম্প্রতি ওই ওভারব্রিজ রেল ও রাজ্যের প্রতিনিধিরা যৌথ ভাবে পরিদর্শন করলেন। আগেই এই মর্মে রাজ্য পূর্ত দপ্তরকে নোটিশ দিয়েছিলো রেল। তারই পরিদর্শন হয়েছে এদিন।