গতকাল দুপুর বেলা গোপন খবরের ভিত্তিতে খোয়াই এর পুলিশ এবং ১০৪ নম্বরের বিএসএফ এর যৌথ উদ্যোগে টিআর জিরো সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান নাম্বারের অটো গাড়ি আটক করেন যার মধ্যে ছয় কাটুন বিলিতি মদ আটক করা হয়। গোটা বিষয়টি নিয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে এই সফলতা আসে।