বাসন্তীতে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ৮নং তিতকুমার এলাকায়,মৃত গৃহবধূর নাম সালমা গাজী (২০) পরিবার সূত্রে জানা যায় চার বছর আগে সালমা সাথে বাসন্তী থানার তিতকুমারের বাসিন্দা ওমর ফারুক গাজী সাথে বিয়ে হয় । স্বামী স্ত্রী অশান্তির জেরে এই ঘটনা কি? বৃহস্পতিবার সকাল নটার সময় মৃতদেহ উদ্ধার করেছে বাসন্তী থানা পুলিশ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ।