মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, আজ মঙ্গলবার এই কর্মসূচির ৪০ তম শিবির সম্পন্ন হল শালবনী ব্লকে। শালবনির কাশিজোড়া অঞ্চলের পারুলিয়া এবং কর্ণগড় অঞ্চলের গোবরু, এই দুই সংসদে আজ দুটি শিবির অনুষ্ঠিত হয়, যেখানে মানুষ নিজের প্রয়োজনীয়তা প্রস্তাবনা পেশ করেন। নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন এবং তার সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট উপস্থিত আধিকারিকেরা।