গনেশ চতুর্থীতে পাঁশকুড়া বাংলা মোড় ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত গণেশ পূজার শুভ উদ্বোধন উপস্থিত পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র সহ অন্যান্য। বুধবার সকাল 11 টার সময় উদ্বোধন করেন পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র তারপর চলে পূজো পাঠ।এ বছর তাদের পূজো ৮তম বয়সে পদার্পণ করল ।