ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতাল হাতি। শনিবার বিনপুর ১ ব্লকের লক্ষণপুর এলাকায় প্রবেশ করে একটি পূর্ণ বয়স্ক দাঁতাল হাতি। খাবারের সন্ধানে হাতিটি একাধিক জায়গায় দাপিয়ে বেড়ায়। ধান চাষের জমি থেকে সব্জী চাষের জমি, সর্বত্র দাপিয়ে বেড়ায় ওই হাতিটি। ক্ষতি হয় প্রায় ৭ কাঠা জমির ধান গাছ। এরপরই এদিন দুপুর নাগাদ গ্ৰামের পার্শ্ববর্তী জলাশয়ে স্মান করতে নেমে যায় হাতিটি। হাতির স্নান দেখতে ভিড় হয় মানুষজনের।