রাতের অন্ধকারে স্কুল চত্বর থেকে একাধিক গাছ কাটার অভিযোগ রাতের অন্ধকারে স্কুল চত্বর থেকে কেটে ফেলা হল একাধিক সেগুন গাছ।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট থানার অন্তর্গত দুরামারি বাজারে।প্রায় প্রায় ৪৭টি সেগুন গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ।জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দুরামারি চন্দ্রকান্ত হাইস্কুলের সেই জমিতে স্টেডিয়াম গড়ে তোলা হবে।দপ্তর থেকে পরিদর্শন হয়েছে।তবে কাজ শুরুর আগেই অনুমতি না নিয়ে রাতের বেলা দুষ্কৃতীরা স্কুলের জমিতে