রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া একমাত্র চার বছরের নাবালককে চার ঘণ্টার মধ্যেই নিরাপদে উদ্ধার করল রানিতলা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বালি জানা এলাকায়। পরিবারের সঙ্গে ঝগড়ার পর ছোট্ট শিশুটি একাই বেরিয়ে পড়ে অজানা পথে। বাচ্চাটিকে ছাতায় বাজারে কান্নাকাটি অবস্থায় এক সেভিক ভলেন্টিয়ার দেখতে পাওয়া গেলে দ্রুত ঘটনাটি রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষ কে জানানো হয়। পুলিশ তৎপরতার সঙ্গে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।