হাইলাকান্দিতে ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির উদ্যেগে আজ সোমবার এক প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেস দল তথা INDI এলায়েন্স নেতৃত্ব দ্বারা মাননীয় প্রধানমন্ত্রীর মাতৃদেবীকে অশালীন ভাষায় অপমান করার প্রতিবাদে প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন তারা প্রতিবাদী শ্লোগান তুলে ক্ষোভ ঝাড়েন। আর কংগ্রেস মুর্দাবাদ, রাহুল গান্ধী মুর্দাবাদ শ্লোগান তুলে প্রতিকৃতি দাহ করেন বলে জানা গেছে বিকেল সাড়ে ছয়টা নাগাদ।