শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে মা ও মেয়ের দুর্গন্ধযুক্ত পচা গলা দেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুর দুটোয় মৃতদেহ দুটি BMC মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। জানাগেছে মৃতরা সম্পর্কে মা ও মেয়ে। মা শিখা ভট্টাচার্য (৫৫) ও মেয়ে তৃষা ভট্টাচার্য (৩২) মৃতের আত্মীয়দের কাছ থেকে জানা গেছে গত এক বছর আগে শিখা ভট্টাচার্যের স্বামী স্বপন কুমার ভট্টাচার্যের মৃত্যু হয়েছে তিনি পেশায় আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় এর জিওলজির অধ্যাপক ছিলেন।