বিধায়ক হীন বড়ঞায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে এলেন রাজ্যের মন্ত্রী। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের মারুট প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলোক রায়, অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামানিক, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, বড়ঞার বিডিও গোবিন্দ দাস, বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।