আগামী ৬ই মার্চ থেকে মিরিক সফরে আসতে চলেছেন গোর্খা জন মুক্তির মোর্চা দলের সভাপতি বিমল গুরুং। রবিবার বিকেল পাঁচটা নাগাদ মিরিকে গোর্খা জন মুক্তি মোর্চা দলের মিরিক মহকুমা কমিটির সভাপতি রূপেশ রাই সাংবাদিক বৈঠকে এমটাই জানান। জানা গিয়েছে মূলত বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করতেই বিমল গুরুংযের এই সফর।