“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির মাধ্যমে প্রত্যেক বুথ পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় ছোট ছোট কাজগুলি করিয়ে নেওয়ার পরামর্শ দিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বনপাড়া গ্রামে অনুষ্ঠিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ পরিদর্শন করেন। পাশাপাশি সভায় স্থানীয় মানুষদের সঙ্গে মিলিত হন বিধায়ক। তার পরামর্শ গ্রামের ছোট ছোট কাজ গুলি আপনারা করান। কোথায় লাইট লাগান, কোথাও গলির রাস্তা তৈরি করুন।