পুরুলিয়ার রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে সাঁতুড়ি থানার অন্তর্গত শালবেড়িয়া বড়বাঁধের কাছে রাস্তার উপর দুটি লরি আড়াআড়িভাবে আটকে পড়ায় রবিবার রাত্রে ঘটে বিপত্তি।যার জেরে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।খবর পেয়ে সাঁতুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি দুটি রাস্তার উপর আড়াআড়ি আটকে থাকা অবস্থা থেকে রাস্তার পাশে সরিয়ে দিলে পরিস্হিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।সোমবার দুপুরে ঐ লরি দুটিকে ক্রেন মেশিন দিয়ে রাস্তার পাশ থেকে তোলার চেষ্টা চালানো হয়।