তীব্র নদী ভাঙ্গনে বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে রতুয়ার পশ্চিম রতনপুর এলাকার। এতটাই তীব্রতায় ভাঙ্গন হচ্ছে যে গোটা এলাকা নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। ভয়াবহ ভাঙ্গনের জোরে মানুষ চরম সমস্যার মধ্যে রয়েছে। তবে স্থায়ী কাজের দাবী তুললেন জেলা বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সেনা। পাশাপাশি দক্ষিণ চন্ডিপুরে ভাঙ্গন মানুষকে বিপদে ফেলার যে লুট তার নায়িকা হচ্ছেন তৃণমূল বিধায়িকার সাবিত্রী মিত্র। এমনটাই সরাসরি নাম ধরে কটাক্ষ করলেন বামফ্রন্ট নেতা। বিপদে থাকা মানুষদের সহযোগিতার দাবি।