মঙ্গলবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে রাজ্য সরকারের তরফ থেকে কলকাতায় তার মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এরপর দুপুর তিনটে নাগাদ বাঙালির অস্মিতা নিয়ে আবারো একবার সরব হলেন তিনি এবং বিধানসভা অধিবেশনের শেষ দিনে বিজেপি বিধায়কদের বিক্ষোভ নিয়ে তীব্র নিন্দা জানালেন মন্ত্রী শশী পাঁজা।