পুজোর আগে পথ নিরাপত্তায় জোর, বিধাননগর ফাঁড়ির উদ্যোগে হেলমেট বিতরণ। পুজোর ভিড়ের আগে পথ নিরাপত্তা সচেতনতার বার্তা দিতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। শুক্রবার দুপুর সাড়ে বারো টায় দুর্গাপুরের মুচিপাড়ায় আড়াইশো জন শিশু, মহিলা এবং পথচলতি মানুষকে হেলমেট বিতরণ করা হয়।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধাননগর ফাঁড়ির আইসি মিহির কুমার দে। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়।