গোপন সুত্রের খবরের ভিত্তিতে হেমতাবাদ ব্লকের মিনাপাড়া এলাকার একটি বাড়ি থেকে দুই শতাধিক বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক মহিলাকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে পাচারের জন্য নিশিদ্ধ কাফ সিরাপ মজুত রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০ টায় হেমতাবাদ থানার আই সির উপস্থিতিতে কাফ সিরাপ বাজেয়াপ্ত হয়। গ্রেপ্তার করাহয় এক মহিলাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।