সত্যিকারের মানুষ সালমান !!সত্যিকার অর্থে একজন মনের মত মানুষ সালমান হোসেন ২৪। একজন হৃদয়বান মানুষ। দায়িত্ব এবং কর্তব্যে অবিচল সালমান। বয়সটা সেই বেশি নয়। মাত্র চব্বিশ বছর বয়সে সে জীবনের উপাখ্যান অধ্যায়ন করেছে। দায়িত্ব কর্তব্য কিভাবে পালন করতে হয় সে দেখিয়ে দিয়েছে গোটা সমাজকে। সে বুঝে গিয়েছে জীবন বড়ই কঠিন।