মৃতের নাম পলাশ সাঁতরা(২৪) গলসী থানা এলাকার কোঁদাই গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কোঁদাই গ্রামে পারাজ পঞ্চায়েতের একটি পুকুরে মাছ চাষের জন্য গ্রাম ষোলআনা লীজ নেয়। অভিযোগ দু'দিন আগে পলাশ মাছ ধরলে গ্রামবাসীরা দেখে ফেলে। গ্রাম ষোলআনার পুকুরে কেন পলাশ মাছ ধরেছে অভিযোগে পলাশ ও তাঁর বাবাকে ডেকে সালিশি সভা বসায় একাংশ গ্রামবাসী। বাবার সামনেই সালিশি সভা থেকেই পলাশকে অপমান করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।