গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায় নিজেদের দলের ফুটবল খেলা দেখতে আসার পথে বংশীহারী থানার জামবাগান এলাকায় সরকারি বাস, বুলেরো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক শিশু সহ দুই ব্যক্তির।সোমবার দুপুর ১২টা নাগাদ বংশীহারী থানার পুলিশ মৃত শিশু সহ এক যুবকের দেহ ময়লা তদন্তে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই শিশুর নাম আশিক শেখ বয়স ১৪ ও মৃত যুবক তথা গাড়ি চালক আমির সোহেল। এদের সকলেরই বাড়ি মালদা জেলার ওল্ড মালদা থানার মাধাইপুর গ্র