টানা কয়েকদিনের প্রবল বর্ষণে সুবর্ণরেখা নদী ও ডুলুং নদীর জলস্তর বেড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি। প্রতিবছরের মতোই এই বছরও ধান ও সব্জি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ বছর ইতিমধ্যেই তিনবার জলবন্দি হয়েছে এলাকার কৃষি জমি। এর আগে সব্জি ও ধান চারা নষ্ট হয়েছিল, এবার আবারো ধান রোপণ করা জমিগুলো জলের তলায় চলে গেছে।