বৃষ্টিকে উপেক্ষা করে আদিবাসী কুড়মি সমাজের "ডহরে করম" আয়োজিত হল বাঘমুন্ডিতে। বুধবার রাত্রি আটটা নাগাদ. বাগমুন্ডি হাই স্কুল মোড় থেকে পদযাত্রা শুরু হয়। মাইকের তালে তাল মিলিয়ে নাচ করেছে মেয়ে মহিলারা। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাড়তি উচ্ছ্বাস দেখা গিয়েছে অল্পবয়সীদের। পদযাত্রা শেষ হয় ছাতাটাঁড় ময়দানে। সেখানে মঞ্চের মধ্যে পদ্মশ্রী দুখু মঝি ও দেশ বিদেশ সাইকেল ভ্রমণকারী সাইকেল ম্যান অক্ষয় ভগত কে কুড়মি সমাজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। মঞ্চে করম নাচ